চীনে ভূমিধসে চাপা পড়েছে ৪৭ জন, নিহত অন্তত ৮

0

চীনের দক্ষিণাঞ্চলের ইউনান প্রদেশে ভূমিধসে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এখনো নিঁখোজ রয়েছেন অনেকে।

সোমবার ঝোতং শহরের এই ভূমিধসে ৪৭ জন আটকে পড়েন বলে জানা গেছে। 

তবে এই ভূমিধসের কারণ সম্পর্কে জানানো হয়নি। 

হাজারখানে মানুষের উদ্ধার তৎপরতায় এরইমধ্যে ৫০০ লোককে জীবিত উদ্ধার করা গেছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, কমলা রঙের পোশাক ও মাথায় হেলমেট পরে জরুরি উদ্ধারকর্মীরা কাজে নেমেছেন। তারা তুষারপাতের মধ্যে উঁচু পাহাড় থেকে ধসে পড়া ধ্বংসস্তূপ সরিয়ে চাপা পড়া ব্যক্তিদের খুঁজছেন।

চীনের প্রত্যন্ত পার্বত্য এলাকা ইউনানে মাঝেমধ্যেই ভূমিধসের ঘটনা ঘটে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here