ঝিনাইদহে তীব্র শীতে জনজীবন বিপর্যন্ত। কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকছে পথ-ঘাট। এতে করে কাহিল হয়ে পড়েছে খেটে খাওয়া দরিদ্র মানুষজন। গত দুদিন আগের বৃষ্টিপাতের পর কনকনে ঠান্ডার সাথে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। দুপুর পর্যন্ত সুর্যের দেখা মিলছে না। শহর ও গ্রামগঞ্জের মানুষ খড়কুটে জ্বালিয়ে আগুন করে শীত নিবারণের চেষ্টা করছেন।
ঝিনাইদহে আবহাওয়া অফিস না থাকলেও স্মার্ট ফোনে ভোরে ৯ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্র ও সূর্য উঠার পরে ১৬ ডিগ্রী সেলসিয়াস দেখিয়েছে। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় গরম কাপড় সংগ্রহে নিম্নআয়ের মানুষরা পায়রা চত্বর মোড়ের খোকা মিয়া মার্কেটের কাপড়ের বাজারে ভিড় করছেন। এদিকে শীতের তীব্রতার কারণে শীতজনিত রোগের প্রার্দুভাব বেড়েছে।