আমেরিকায় ঠাণ্ডা ও শীতকালীন ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৮৯

0

আমেরিকায় তীব্র ঠাণ্ডা ও শীতকালীন ঝড়ের প্রভাবে প্রাণহানি বেড়ে ৮৯ জনে দাঁড়িয়েছে। 

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দিনের টানা তুষার ঝড়ের মৃতদের মধ্যে দেশটির টেনেসি অঞ্চলে ২৫ জন এবং ওরেগন অঞ্চলে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্মরণকালের শীতের এই তীব্রতার ফলে প্রায় গত এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের এসব অঞ্চলে জরুরি অবস্থা চলছে। এমন পরিস্থিতিতে মেম্ফিসের টেনেসির বাসিন্দাদের পানি ফুটিয়ে ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া দেশটির বিস্তীর্ণ এলাকাজুড়ে কয়েক হাজার বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আবহাওয়াবিদরা নিউইয়র্ক সিটিতে যে পরিমাণ তুষারপাতের ধারণা করেছিলেন, গত শুক্রবার সেখানে তার চেয়েও বেশি তুষারপাত হয়েছে।

যুক্তরাষ্ট্রের টেনেসি এবং ওরেগনে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি হলেও ইলিনয়, পেনসিলভানিয়া, মিসিসিপি, ওয়াশিংটন, কেনটাকি, উইসকনসিন, নিউ ইয়র্ক, নিউ জার্সি ছাড়াও আরও কোনও কোনও জায়গায় প্রাণহানির খবর পাওয়া গেছে।

এদিকে আবহাওয়া অনুকূলে না থাকায় যুক্তরাষ্ট্রের অনেক রাজ্যে স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া কমিয়ে দেওয়া হয়েছে অফিসের সময়। সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here