আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে আছেন যারা

0

২০২৩ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেই দলের অধিনায়ক করা হয়েছে ভারতের সূর্যকুমার যাদবকে।

দলে সূর্যকুমারসহ জায়গা পেয়েছেন চার ভারতীয়। তবে এই দলে নেই অস্ট্রেলিয়ার কেউ। এশিয়ার অন্য কোনো দেশের ক্রিকেটার নেই তালিকায়।

যে ১১ ক্রিকেটার আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন, তাদের মধ্যে তিনজন বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার পুরস্কারেও মনোনীত। এরা হচ্ছেন সূর্যকুমার, নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যান এবং উগান্ডার আলপেশ রামজানি।

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দল: যশ্বসী জয়সওয়াল (ভারত), ফিল সল্ট (ইংল্যান্ড), নিকোলাস পুরান  (উইকেটরক্ষক, ওয়েস্ট ইন্ডিজ), সূর্যকুমার (অধিনায়ক, ভারত), মার্ক চ্যাপম্যান (নিউজিল্যান্ড), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), আল্পেশ রামজানি (উগান্ডা), মার্ক অ্যাডেয়ার (আয়ারল্যান্ড), রবি বিষ্ণয় (ভারত), রিচার্ড এনগারাভা (জিম্বাবুয়ে) ও আর্শদ্বীপ সিং (ভারত)।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here