ক্রসপুলের ব্যাটে ঢাকার লড়াকু পুঁজি

0

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচ জয়ে শুরু করলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে ভালে করতে পারেনি দুর্দান্ত ঢাকা। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ব্যাটারদের ব্যর্থতার পর লাসিথ ক্রসপুল ও ইরফান শুক্কুর ব্যাটে লড়াকু পুঁজি সংগ্রহ করে ঢাকা।

সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করে ঢাকা। জয়ের জন্য চট্টগ্রামকে করতে হবে ১৩৭ রান।

ষষ্ঠ উইকেটে জুটি গড়ে দলের হাল ধরেন ইরফান শুক্কুর ও লাসিথ ক্রসপুল। তাদের ৭৮ রানের জুটিতে শতরান পার করে ঢাকা। উড়তে থাকা ক্রসপুল ৪৬ রান করে বিদায় নিলে ভাঙে এই জুটি। ৩১ বলে খেলা তার ইনিংসি সাজানো ছিল ৩ চার ও ২ ছক্কায়। ইরফানও বেশিক্ষণ পারেননি টিকতে। ২৬ বলে ২৭ রান করে তিনি ফেরেন সাজঘরে। শেষদিকে তাসকিন আহমেদের ৮ বলে ১৫ রানের ইনিংসে লড়াকু সংগ্রহ পায় ঢাকা।  

চট্টগ্রামের হয়ে দু’টি করে উইকেট পান আল আমিন হোসাইন ও বিলাল খান। একটি করে ‍উইকেট নেন শুভাগত হোম, নিহাদুজ্জামান ও কার্টিস ক্যাম্পার।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here