নাঙ্গলকোটে তিন সহস্রাধিক শীতার্ত ও এতিম শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ নঈম নিজামের

0

কুমিল্লার নাঙ্গলকোটে তিন সহস্রাধিক অসহায়, দুঃস্থ ও এতিমখানার শিক্ষার্থীর মধ্যে কম্বল বিতরণ করেছেন বিশিষ্ট সাংবাদিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম।

সোমবার তিনি উপজেলার গোহারুয়া গ্রামে কম্বল বিতরণ কার্যক্রম শুরু করেন। উপজেলার বিভিন্ন স্থানে শীতার্ত অসহায় ও এতিম শিক্ষার্থীদের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণকালে নঈম নিজাম বলেন, হিমশীতল কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে দেশ। তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত। নাঙ্গলকোটে শীতার্ত অসহায়, হতদরিদ্র মানুষ ও এতিম শিক্ষার্থীদের কথা চিন্তা করে কম্বল বিতরণ করেছি। সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

নঈম নিজামের এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন এলাকাবাসী। কম্বল পেয়ে ভীষণ খুশি অসহায়, দুঃস্থ ও এতিম শিক্ষার্থীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here