ফিলাডেলফিয়ায় ভাড়াটিয়া কর্তৃক বাংলাদেশী খুন

0

মাতাল ভাড়াটে কর্তৃক শনিবার রাতে পেনসিলভেনিয়া স্টেটের ফিলাডেলফিয়ায় এক বাংলাদেশী ল্যান্ডলর্ড খুন হয়েছেন। ৫৬ বছর বয়সী এই প্রবাসীর নাম মোহাম্মদ একরামুল হক। চট্টগ্রামের বিবির হাটের সন্তান একরামুল হক ২৪ বছর আগে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। 

একরামুলের ঘনিষ্ঠজনেরা জানান, শনিবার রাতে সাউথ ওয়েস্ট ফিলাডেলফিয়াস্থ ৫৮০০ ওয়ুডল্যান্ডে নিজ বাসায় ফিরে দেখেন, স্প্যানিশ ভাড়াটিয়া কার্লোস মদ্যপ অবস্থায় মাতলামি করছে। একরামুল তাকে শান্ত করার চেষ্টা করেন। এ নিয়ে উভয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে কার্লোস হাতের কাছে থাকা হাতুড়ি দিয়ে একরামুলের মাথায় প্রচন্ড বেগে আঘাত করে। গুরুতর অবস্থায় তাকে নিকটস্থ হাসপাতালের  জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা একরামুলকে মৃত ঘোষণা করেন।

পেনসিলভেনিয়াস্থ চট্টগ্রাম সমিতির সভাপতি হাজী খোরশান জানান, দেশে তার স্ত্রী ও এক কন্যা রয়েছেন। পরিবারের সাথে পরামর্শক্রমে একরামুলের লাশ দাফনের পদক্ষেপ নেওয়া হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here