গাইবান্ধায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

0

তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসায় গাইবান্ধায় সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুনর রশিদ এক খুদে বার্তায় এই ছুটির ঘোষণা দেন। 

খুদে বার্তায় বলা হয়, গাইবান্ধা জেলায় আজকের তাপমাত্রা ১০ ডিগ্রি বা তার কম হওয়ায় নির্দেশক্রমে সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটি ঘোষণা করা হলো।  

সোমবার গাইবান্ধা জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে রংপুর আবহাওয়া অফিস।

এদিকে তীব্র শীতে অসহায় হয়ে পড়েছে মানুষ। হিমেল হাওয়ার কারণে সকাল ১০টা পর্যন্ত শহরে তেমন লোকজন চোখে পড়েনি। লোকজন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেনা। কর্মজীবী ও দিনমজুররা পড়েছেন বিপাকে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here