আদমদীঘিতে দুই মাদকসেবীর তিন মাসের দণ্ড

0

বগুড়ার আদমদীঘি উপজেলায় হেরোইন সেবনের অপরাধে দুই মাদকসেবীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে উপজেলার সান্তাহার মাইক্রোবাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) মনিরা সুলতানা তাদের সাজা প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন সান্তাহার পোস্ট অফিস পাড়ার রমজান আলী আকন্দের ছেলে আব্দুল্লা হেল কাফি (৪২) ও সান্তাহার ঢাকাপট্টির মন্টু প্রসাদ গুপ্তের ছেলে নিত্য প্রসাদ গুপ্ত (৪৮)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here