০-২ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত স্প্যানিশ লা লিগায় আলমেরিয়াকে ৩-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে রিয়ালের ত্রাতা হয়ে হাজির হয়েছিলেন ডিফেন্ডার দানি কারভাহাল। যোগ করা সময়ে তার গোলেই ম্যাচ জেতে মাদ্রিদ জায়ান্টরা। রিয়ালের অন্য দুটি গোল করেছেন জুড বেলিংহাম ও ভিনিসিয়ুস জুনিয়র।
২০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট তালিকার শীর্ষে রিয়াল। সমান ম্যাচে জিরোনার পয়েন্টও ৪৯। আজ রাতে ঘরের মাঠে সেভিয়াকে হারালে অবশ্য আবার শীর্ষে উঠে যাবে জিরোনা।
৫৭ মিনিটেই গোল পায় রিয়াল। ৬৭ মিনিটে আসে দ্বিতীয় গোল। তার পরের গোলটি আসে যোগ করা সময়ে।