বগুড়ায় রবিবার দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পৃথক ছয়টি অভিযান করেছে জেলা প্রশাসন। শহরের তিনমাথায় মেসার্স কিবরিয়া এগ্রো ইন্ডাস্ট্রিজের অধীন তিনটি অটো রাইস মিল ও নামুজায় থ্রি স্টার অটো রাইস মিলের অধীন তিনটি অটো রাইসমিলে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় তাদের মজুদের পরিমাণ সীমার মধ্যে পাওয়ায় তাদের মধ্যে থ্রি স্টারকে রেজিস্টার হালনাগাদ করার বিষয়ে সতর্ক করা হয়। অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমান। এসময় তাকে সহায়তা করেন বগুড়া সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মনিরুল হক, বাজার পরিদর্শক আবু তাহের, বগুড়া জেলা পুলিশ এবং এপিবিএন এর সদস্যবৃন্দ।