ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা এখন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের অতীত। শনিবার তৃতীয় বিয়ের খবর সামনে এনেছেন এই পাকিস্তাানি ক্রিকেটার। তিনি বিয়ে করেছেন নিজের দেশের অভিনেত্রী সানা জাভেদকে। এর আগে, সানিয়া মির্জা শরিয়ত আইন অনুযায়ী ‘খুলা’ প্রথায় তালাক দিয়েছেন শোয়েবকে।
কিন্তু সানিয়া-শোয়েবের বিচ্ছেদে নাকি একেবারেই সায় ছিল না শোয়েবের পরিবারের। এমনকী তার নতুন বিয়েতেও খুশি নয় পরিবার। তেমনটাই দাবি শোয়েবের বোনের। পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী শোয়েবের বোন জানিয়েছেন, তিনি বা তার পরিবারের কেউই তার ভাইয়ের নতুন বিয়েতে খুশি নন।
সূত্র : সংবাদ প্রতিদিন, আনন্দবাজার পত্রিকা ও দ্য পাকিস্তান ডেইলি।