কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক স্বামীর কুঠারের আঘাতে তার স্ত্রী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার ভোর ৪টার দিকে নাগেশ্বরী পৌরসভার হেলিপোর্ট এলাকায় কবিরের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের নাম লতা রাণী শীল (৫০)। ঘাতক স্বামী সত্য চন্দ্র শীল (৬০) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। এ ঘটনার পর সন্ধ্যায় নাগেশ্বরী থানায় নিহতের বড় ভাই হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে অনেক দিন ধরেই স্বামী-স্ত্রীর মাঝে দ্বন্দ্ব চলে আসছিল। ভোরে স্বামী সত্য চন্দ্র শীলের স্ত্রী লতা রাণী শীলকে কুঠার দিয়ে কাঁধে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।নিহত লতা রাণী শীলের বাবার বাড়ি চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের মহাদেব পাট এলাকার শীলপাড়ী গ্রামে।
এ ব্যাপারে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রুপ কুমার সরকার জানান, নিহতের মরদেহ দুপুরে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের ভাই বকুল চন্দ্র শীল সত্য চন্দ্র শীলকে আসামি করে সন্ধ্যায় নাগেশ্বরী থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আসামিকে দ্রুত ধরার চেষ্টা চলছে বলেও জানান তিনি।