‘অ্যানিমেল’ নিয়ে এবার মুখ খুললেন তাপসী

0

বলিউড সিনেমা ‘অ্যানিমেল’ মুক্তি পেয়েছে গত বছরের শেষে। তবে সিনেমাটি নিয়ে আলোচনা চলছে এখনও। এবার এ নিয়ে মুখ খুললেন রেশমি রকেট-ডানকি গার্ল খ্যাত ভারতীয় আরেক তারকা অভিনেত্রী তাপসী পান্নু।

‘অ্যানিম্যাল’ নিয়ে এখনও দুই দলে বিভক্ত মুভিবোদ্ধারা। কারও কাছে ছবিটি অনবদ্য তো কারও কাছে হিংসাত্মক। আবার কারও কাছে নারীবিদ্বেষের বহিঃপ্রকাশ এই ছবি। তবে সবকিছুকে ছাপিয়ে এক সাক্ষাৎকারে তাপসী বলেন, ‘অনেকেই আমাকে এই ছবি নিয়ে নানা কথা বলেছেন। আমি নিজে চরমপন্থি নই। কিন্তু হলিউডের সঙ্গে তুলনা করলেও চলবে না।’ 

তাপসী মনে করেন এই ধরনের ছবি তৈরির আগে সমাজে তার কীরকম প্রতিক্রিয়া হবে, তা বিবেচনা করা উচিত। একই সঙ্গে তাপসী জানান, তিনি এই ধরনের কোনও ছবিতে অভিনয় করতে রাজি নন। তিনি মনে করেন, ‘একজন তারকা হিসেবে বাস্তবকে মাথায় রেখে আমার ক্ষমতাকে বিবেচনা করা উচিত। কারণ ক্ষমতার সঙ্গে জুড়ে থাকে দায়িত্ববোধ। তাই আমি এই ধরনের ছবি করতে রাজি নই।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here