দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় শীতার্ত অসহায়-দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ রবিবার বেলা ১১টার দিকে বসুন্ধরা শুভসংঘের সদস্যরা উপজেলার আমলা ফুটবল মাঠে অসহায়-দরিদ্র ৫০০ মানুষের হাতে কম্বল তুলে দেয়। বসুন্ধরার নতুন কম্বল উপহার পেয়ে মিরপুরের মানুষ খুব খুশি।
কুষ্টিয়া জেলায় এ কার্যক্রমে আজ পর্যন্ত বসুন্ধরা গ্রুপের সাত হাজার কম্বল অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হয়। কনকনে ঠাণ্ডায় কুষ্টিয়ার অসহায় হতদরিদ্র মানুষ কম্বল পেয়ে মহাখুশি হয়েছেন।
তারা বলেন, ‘আমরা গরীব মানুষ। অর্থের অভাবে কম্বল কিনতে পারিনি।
শীতে খুব কষ্টে আছি। কম্বল পেয়ে আমাদের অনেক উপকার হলো। আমাদের খুব খুশি লাগছে। আমরা মহাখুশি। দোয়া করি, আল্লাহ বসুন্ধরা গ্রুপের মালিককে সুখে শান্তিতে রাখুক।’
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন বলেন, ‘দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ দরিদ্র অসহায় মানুষের দিকে সহায়তার হাত বাড়িয়েছে। কনকনে শীতে দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন। দীর্ঘদিন ধরে তাঁরা এ ধরনের ভালো কাজ করে থাকেন। অসহায় মানুষকে সহযোগিতা করেন।
এই মহতী উদ্যোগের কারণে দরিদ্ররা উপকৃত হচ্ছে। বসুন্ধরা গ্রুপের মতো সমাজের বিত্তবানদেরও নিজ নিজ অবস্থান থেকে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো উচিত। মহতী উদ্যোগের জন্য বসুন্ধরা গ্রুপের মালিকপক্ষ ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’