প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে চলতি বছরের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন। এবার ফ্রেঞ্চ কাপের ম্যাচেও জোড়া গোল করলেন এমবাপ্পে। পাশাপাশি এক গোলে করেছেন সহায়তা। তাতে অরলেয়ান্সকে ৪-১ গোলে হারিয়ে ফ্রেঞ্চ কাপের শেষ ষোলোতে উঠে গেছে পিএসজি।
শনিবার (২০ জানুয়ারি) প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুতেই নিজেদের দখলে বল রেখে ষোড়শ মিনিটের মাথায় এগিয়ে যায় পিএসজি। গোল করেন এমবাপ্পে। প্রথমার্ধে এই এক গোলেই সন্তুষ্ট থাকতে হয় পিএসজিকে।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬ ম্যাচে এমবাপ্পে গোল করেছেন ২৮টি। সঙ্গে আছে ৬টি সহায়তাও। নতুন বছরে এমবাপ্পে যেন আরও দুর্দান্ত। এ বছর ৪ ম্যাচ খেলে এমবাপ্পে গোল করেছেন ৭টি এবং সহায়তা ৪টিতে। অর্থাৎ এ বছর মাত্র ৪ ম্যাচেই ১১ গোলে অবদান রেখেছেন এমবাপ্পে।