গ্র্যান্ডস্ল্যাম ইতিহাসে গত ৩১ বছরে কোনো খেলোয়াড়ই ‘ট্রিপল বেগেল’ নিয়ে ম্যাচ জিততে পারেননি। একপর্যায়ে মনে হয়েছিল নোভাক জোকোভিচের হাত ধরেই সেই খরা কাটবে। কিন্তু তৃতীয় সেটে এসে খেই হারালেন এই সার্বিয়ান তারকা।
যদিও দাপুটে জয়েই কোয়ার্টার ফাইনালে পা রাখেন তিনি। এক ঘণ্টা ৪৪ মিনিটের লড়াইয়ে ২০তম বাছাই আদ্রিয়ান মানারিনোকে উড়িয়ে দেন ৬-০, ৬-০, ৬-৩ গেমে।