গাইবান্ধার পৌর শহরে ট্রেনের ধাক্কায় রশিদা বেগম শুকনি (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর রকিবুল হাসান সুমন। নিহত রশিদা পৌর এলাকার মোজাহার আলীর স্ত্রী ও থানাপাড়া এলাকার মৃত রইচ উদ্দিনের মেয়ে।
পরে স্বজনরা স্থানীয়দের সহযোগীতায় রশিদাকে হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮ টার দিকে তার মৃত্যু হয়।