যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

0

যশোরের ঝিকরগাছায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তৌফিক আহমেদ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তৌফিক ওই গ্রামের শাহাদত মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৯টার দিকে তৌফিক আহমেদ কৃষ্ণনগর গ্রামের আফিল ফ্যাক্টরির কাছে পৌঁছালে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে দুর্বৃত্তরা তৌফিককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে নেওয়া হয় যশোর জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তৌফিক।

ঝিকরগাছা থানার ওসি কামাল হোসে ভূঁইয়া জানান, তৌফিক হত্যার কিছু ক্লু পাওয়া গেছে। সে অনুযায়ী আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here