২০২৩ সালে সুদানের এক শহরেই নিহত ১৫ হাজার: জাতিসংঘ

0

আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) ও সেনাবাহিনীর (এসএএফ) সংঘর্ষে গত বছর পশ্চিম সুদানের একটি শহরে প্রাণ হারিয়েছেন ১০ থেকে ১৫ হাজার মানুষ।

শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংঘাত শুরুর পর থেকেই সুদানের মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে নিরাপত্তা পরিষদের সদস্যরা। এ সহিংসতায় বিভিন্ন আরব দেশের সম্পৃক্ততা রয়েছে বলেও অভিযোগ করেছে সামরিক বাহিনী।

গত বছরের নভেম্বরে সুদানের সামরিক বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা অভিযোগ করেন, প্রতিবেশী দেশ চাদের আমজাদরাস সীমান্ত দিয়ে আরএসএফকে সামরিক সহায়তা পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে আবুধাবি। তারা সেখানে বাস্তুচ্যুতদের মানবিক সহায়তা পাঠিয়েছিল বলে পর্যবেক্ষক দলের কাছে পাঠানো এক চিঠিতে জানিয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, দেশটিতে জাতিগত সহিংসতা ছড়িয়ে পড়ার পর প্রায় পাঁচ লাখ মানুষ প্রতিবেশী চাদে আশ্রয় নিয়েছে।

এর আগে গত ডিসেম্বরে জানায়, দেশটিতে ৭০ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। আর ১৫ লাখ মানুষ প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে। সূত্র: রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here