এবার একটি উন্নত ফাইল ট্রান্সফার টুল পেতে যাচ্ছেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা। এটি বাজারে থাকা এখন পর্যন্ত বর্তমান ফাইল ট্রান্সফার টুলের চেয়েও অধিক শক্তিশালী ও আরও দ্রুতগতিতে ডাটা ট্রান্সফারে সক্ষম।
আর এমন উদ্যোগ নিয়েছে গুগল ও স্যামসাং। এর আগে তারা বাজারে এনেছিল ওয়্যার ওএস। এবার অন্য রকম এক সুবিধা পেতে চলেছেন ব্যবহারকারীরা।
মনে করা হচ্ছে, ফিচারের সঙ্গে আরও কিছু বাড়তি সুবিধা যুক্ত করার জন্যই গুগল এই পরিবর্তন আনতে চলেছে। তাছাড়া, অনেকেই মনে করছেন নিয়ারবাই শেয়ারের থেকে কুইক শেয়ার নাম হিসেবেও বেশি ভাল।