এবার কুর্দিস্তানের এরবিলে ড্রোন হামলার শিকার মার্কিন সামরিক ঘাঁটি

0

উত্তর ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের এরবিলে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। ইরাকের ইসলামি প্রতিরোধ সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।

শুক্রবার টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করা এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন সেনাদের ওই ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন চালিয়ে আসছে তার প্রতিবাদে এই হামলা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। 

পিএমইউ তাদের বিবৃতিতে জানিয়েছে, গাজায় আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে এ ধরনের হামলা চলতেই থাকবে। এর আগেও ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলোর জোট পিএমইউ ইরাক ও সিরিয়ার মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে।

সূত্র : পার্সটুডে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here