এমন হারের পর যা বললেন মাশরাফি

0

বিপিএলে সিলেট স্ট্রাইকার্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যেকার ম্যাচে রানের দেখা মিলেছে। দুই ইনিংসে এসেছে তিন ফিফটি। ১৭৭ রান করা সিলেটকে সাত উইকেটে হারিয়েছে চট্টগ্রাম। সেটাও ৮ বল হাতে রেখে। তবে তাদের এমন নৈপুণ্যের পেছনে বাজে ফিল্ডিংয়ের অবদানও আছে। নাজিবউল্লাহর ২টি আর দীপুর একটি ক্যাচ ছেড়েছেন সিলেটের ফিল্ডাররা। ম্যাচশেষে তাদেরকেই কাঠগড়ায় তুললেন সিলেট অধিনায়ক। 

সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘আপনারা দেখেছেন, অল্প সময়ের মাঝে তিনটা ক্যাচ, টি-টোয়েন্টিতে কামব্যাক করা খুবই কঠিন। কারণ উইকেটে তো ডিউ করে আস্তে আস্তে ভালো হচ্ছিলো। তখন আসলে ব্রেক দরকার ছিল। আমাদের সুযোগ ছিল কিন্তু আমরা হাতে নিতে পারিনি। আর টি-টোয়েন্টিতে এমন একটা জিনিস যে ভালো বলও ব্যাটাররা মারে বা শটস খেলে। সেখানে ক্যাচ ছাড়লে তো আর সুযোগ থাকে না। একটা হলে তাও পূরণ করা যায় তিনটা হলে তো আর পূরণ করা যায় না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here