বর্ণাঢ্য আয়োজনের মধ্যেদিয়ে সেনবাগ পৌরসভা মেধাবৃত্তি পরীক্ষার সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে সেনবাগ উপজেলা অডিটোরিয়ামে বৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষক, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অজিত দেব।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পশ্চিম ইয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উল্লাহ, উত্তর অর্জুনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম, সেনবাগ পৌরসভার সহকারী প্রকৌশলী আবুল আনছার ও কাউন্সিলর কামাল উদ্দিন।
অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন সেনবাগ পৌরসভার প্যানেল মেয়র কামাল উদ্দিন বাবুল, কাউন্সিলর আলমগীর হোসেন, আইয়ুব আলী মিয়াজি, সাখাওয়াত হোসেন, বদরুল হোসেন, ফাতেমা বেগম।
পরে প্রতি শ্রেণিতে মেধা তালিকা অনুযায়ী ২০ জন করে ৩য় শ্রেণি থেকে ৮ ম শ্রেণি পর্যন্ত মোট ১২০জন শিক্ষার্থীকে নগদ অর্থ ও সনদ প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ১২ নভেম্বর ৪টি ভেন্যুতে ২০১৬ শিক্ষার্থীর অংশগ্রহণে প্রথম বারের মত সেনবাগ পৌরসভা মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।