যশোরের কেশবপুরের সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে ৯ দিনব্যাপী মধুমেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে মেলার মূল ফটকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়ার প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাইকেল মধুসূদন বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী লেখক, প্রথম আধুনিক কবি, নাট্যকার, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, বাংলা সনেটের প্রথম রচয়িতা। পুরাতন কাহিনীর ব্যত্যয় ঘটিয়ে তিনি আধুনিক সাহিত্য রচনা করেছিলেন। তিনি ৪৯ বছরের জীবনে অসংখ্য প্রথমের জনক। তিনি সাহিত্যে পথ দেখিয়েছেন। তার পথেই হেঁটেছেন অন্যরা।