জামালকে উড়িয়ে কিংসের চারে চার

0

বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা চার জয় তুলে নিয়েছে বসুন্ধরা কিংস। আজ শুক্রবার গোপালগঞ্জে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৩-০ গোলে হারিয়েছে অস্কার ব্রুজোনের দল। এই ম্যাচে জোড়া গোল করেছেন দরিয়েলতন গোমেজ। অন্য গোলটি করে রবসন রবিনহো।

প্রথমে শেখ জামাল ভালোই টক্কর দিয়েছিল। তবে ডেডলক ভাঙে ৭৯ মিনিটে। প্রথম গোল পায় কিংস। বর্তমান লিগ চ্যাম্পিয়নরা এর পরের দুই গোল করেছে যোগ করা সময়ে। তিন গোলই দুই ব্রাজিলিয়ানের।

২০২০-এ বসুন্ধরা কিংসে নাম লেখান রবসন রবিনহো। লিগে অভিষেকের মৌসুমেই ২১ গোল করে তিনি হয়েছিলেন সর্বোচ্চ গোলদাতা। আজ শেখ জামালের বিপক্ষে লিগে নিজের ৫০ তম গোলের মাইলফলক ছুঁয়েছেন এ ব্রাজিলিয়ান। চলতি মৌসুমেও চার ম্যাচে তিন গোল করেছেন রবসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here