মাদারীপুর জেলার শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে আরিফ খালাসী (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার শিবচর পৌরসভার ১২ নং ওয়ার্ডের অধীন চর শ্যামাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরিফ ওই এলাকার মিনহাজ খালাশী। সে শিবচর বাজারে পর্দার কাপড় ব্যবসায়ী ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আরিফ তাদের রান্না ঘরের একটি বিদ্যুতের তার ঝুলন্ত দেখে তা টান করে বেঁধে দেওয়ার চেষ্টা করে। এ সময় অসাবধানতাবশত তার ত্রুটিপূর্ণ হওয়ায় তার হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।