টঙ্গীতে বেতন ভাতাসহ সাত দফার দাবি শ্রমিকদের

0

গাজীপুরের টঙ্গীতে বেতন ভাতাসহ সাত দফার দাবিতে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে টঙ্গীর বিসিক এলাকার ন্যাশনাল ফ্যান লিমিটেড কারখানায় এ বিক্ষোভ করে শ্রমিকরা।

কারখানা সূত্রে জানা যায়, গত কয়েকদিন যাবত বকেয়া ফেব্রুয়ারি ও চলতি মার্চ মাসের বেতন ও আসন্ন ঈদ উল ফেতরের বোনাসসহ সাত দফা দাবি জানায় শ্রমিকরা। কারখানা কর্তৃপক্ষ তাদের দাবি মেনে না নেওয়ায় কারখানার উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ করে  শ্রমিকরা। পরে
খবর পেয়ে শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি রাখতে শ্রমিকদের কারখানা থেকে বের হতে দেননি। 

শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মোহাম্মদ ওসমান গনি বলেন, কারখানা মালিকের সাথে কথা বলেছি। আগামী বৃহস্পতিবার শ্রমিকদের সাথে আলোচনা করে বেতন দেবার তারিখ নির্ধারণ করা হবে। তবে শ্রমিকরা এখনো এই সিদ্ধান্ত মেনে নেয়নি। বিক্ষুদ্ধ শ্রমিকরা এখনো কারখানায় অবস্থান করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here