টালিউডের দাপুটে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির লক্ষ্য এ বছর তিনি সিগারেট খাবেন না। নিউ ইয়ার রেজ্যুলেশন সাজান কি না- এমন প্রশ্নের জবাবে স্বস্তিকা বলেছেন, ‘এখন সব বছরই আর পাঁচটা বছরের মতো। ছোটবেলায় খুব রেজ্যুলেশন নিতাম। নখ খাব না, ফাস্টফুড খাব না। এ বছর ভেবেছি সিগারেট খাব না। তিন দিন পেরেছি, একদিন পারিনি। পরের দিন আবার খুব সচেতন হয়ে নতুন করে চেষ্টা শুরু করলাম। শেষ দুদিন খাইনি। ১৭ জানুয়ারি সকালে একটা খেয়ে ফেলেছি। এভাবেই যুদ্ধ করতে করতে পেরে যাব আশা করি।’ স্বস্তিকা এখন বলিউডেও নিয়মিত মুখ।