দক্ষিণ আফ্রিকার মাটিতে আজ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর্দা উঠলো। ৫০ ওভারের এ টুর্নামেন্টে আছে ১৬টি দল, তারা খেলবে চারটি গ্রুপে ভাগ হয়ে। প্রতি গ্রুপের শীর্ষ ৩টি করে মোট ১২টি দল উঠবে সুপার সিক্স পর্বে। সেখানে তারা খেলবে দু’টি গ্রুপে ভাগ হয়ে।
বাংলাদেশের ম্যাচসহ টুর্নামেন্টের সব ম্যাচ দেখা যাবে অনলাইনে। আইসিসি ডট টিভি প্ল্যাটফর্মে খেলা উপভোগ করতে পারবেন বাংলাদেশসহ বিশ্বের ৭২টি দেশের দর্শকরা।
দু’দিন পরই আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে (২৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার পাঁচটি ভেন্যুতে চলবে এই বিশ্বকাপ আসর।
সুপার সিক্সের দুই গ্রুপ থেকে চারটি দল উঠবে সেমিফাইনালে। আগামী ১১ ফেব্রুয়ারি হবে ফাইনাল।