ফেনী-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম বলেছেন, ‘শুভেচ্ছা বিনিময়ের জন্য ফুলের তোড়া বা ঝুড়ি নয়, একটি ফুলই যথেষ্ট। আমার সাথে শুভেচ্ছা বিনিময়ের জন্য কেউ ফুলের তোড়া নিয়ে আসবেন না, প্রয়োজনে একটি গোলাপ দিতে পারেন। অযথা অপচয় করবেন না।’
গতকাল বৃহস্পতিবার নিজ এলাকায় আগমন উপলক্ষ্যে ফুলগাজীতে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। আলাউদ্দিন নাসিম আরও বলেন, ‘আমাকে শুভেচ্ছা জানাতে বা আমার মিছিলে অংশ নিতে কেউ মোটরসাইকেলের শোডাউন করবেন না, এতে দুর্ঘটনার আশঙ্কা থাকে। একটি দুর্ঘটনার মাধ্যমে সকল আনন্দ নিমিষে ম্লান হয়ে যায়।’