নির্বাচনী ব্যস্ততার পর মাশরাফি বিন মর্তুজার পুরোনো পায়ের ব্যথা বেড়েছে। এর মধ্যেই তাকে অধিনায়ক ঘোষণা করেছে সিলেট স্ট্রাইকার্স। এরপরও মাশরাফি প্রথম ম্যাচ থেকে খেলবেন কি না, এ নিয়ে অনিশ্চয়তা কাটছিল না। তবে দলের সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন বৃহস্পতিবার বলেন, ‘আমরা যতটুকু জানি উনি অ্যাভেইলেবল আছেন।’
বৃহস্পতিবার সিলেটের অনুশীলনে কিছুক্ষণের জন্য যোগ দেন মাশরাফি। কিন্তু এই সময়ে ব্যাটিং-বোলিং কিছুই করেননি। তবুও পুরো দলকে দেখা গেছে উদ্বুদ্ধ। মোহাম্মদ মিঠুন বলছেন, মাশরাফি সবসময়ই এমন।