শেরপুরে ঘর থেকে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার

0

শেরপুর সদরের নিজ ঘর থেকে সামসুল হক (৭৮) ও তার স্ত্রী সয়েরা (৭৫) বেগমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে সদরের বলায়েরচর ইউনিয়নের ফকিরগঞ্জ গ্রামের বাড়ি থেকে ওই দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এই দম্প্রতির এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
 
নিহতের পরিবারের দাবি, গত রাতের যেকোনো সময় সামসুল হক স্ত্রীকে হত্যার পর নিজে বিষপানে আত্মহত্যা করেছে।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক বলেন, এঘটনায় অপমৃত্যুর মামলা নেয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের  রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে। নিহতের বাড়িতে  সিসিটিভি ক্যামেরা আছে। সেখান থেকে ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পুলিশ বিস্তারিত তদন্ত করছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here