অ্যালেনের সঙ্গে ‘চুক্তি’ ভঙ্গ করায় এমন শাস্তি পেলেন রউফ!

0

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে খানিক প্রতিদ্বন্দ্বীতা দেখালেও তৃতীয় ম্যাচে এক ফিন অ্যালেনের কাছেই বিধ্বস্ত হয়েছে পাকিস্তান। তৃতীয় ম্যাচে ফিন অ্যালেন একাই করেছেন ১৩৭ রান। রেকর্ড গড়া ইনিংসে হাঁকিয়েছেন ১৬ ছয়। যা টি-টোয়েন্টির এক ইনিংসে সবচেয়ে বেশি ছয়ের রেকর্ড। তবে অ্যালেনের এই ঝড়ে সবচেয়ে বেশি নাস্তানাবুদ হয়েছেন পাকিস্তানের হারিস রউফ। পাকিস্তানের এই বোলারকে ৬টি ছক্কা হাঁকিয়েছেন ফিন অ্যালেন। 

হারিস রউফকে এমন বেধরক পিটুনির ব্যাখ্যাও দিয়েছেন এই কিউই ব্যাটার। হারিস নাকি তার সঙ্গে করা চুক্তি ভেঙে ফেলেছেন। যার কারণেই এমন শাস্তি তার। রেকর্ড গড়া ইনিংসের পর এক সাক্ষাৎকারে নিজেদের মধ্যকার চুক্তির কথা জানান ফিন অ্যালেন, ‘সিরিজের আগে আমরা একটা চুক্তি করেছিলাম। রউফ আমাকে কোনো বাউন্সার দেবে না, আমিও তার বলে মারব না। সে আমাকে বাম্পারস (বাউন্সার বল) দিয়েছে, তাই সব চুক্তি বাতিল হয়ে গেছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here