বর্ষণ-ফারিণের ‘ত্রিভুজ’

0

তিন জুটির গল্প নিয়ে তৈরি হচ্ছে ওয়েব ফিল্ম ‘ত্রিভুজ’। মুনতাহা বৃত্তার চিত্রনাট্যে সিনেমাটি বানাচ্ছেন আলোক হাসান। পরিচালক জানান, এটি সোশ্যাল ড্রামা বেজড গল্প, যেখানে সমাজের তিন স্তরের তিন দম্পতির গল্প দেখানো হবে।

যেখানে রয়েছে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, নীতির দ্বন্দ্ব। সমাজের উঁচু, নিচু ভেদাভেদ। পুরো গল্পটা এগোবে একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে, যার প্রভাব পড়ে বাকি দুই দম্পতির জীবনে। গত সোমবার থেকে রাজধানীর উত্তরায় শুরু হয়েছে ত্রিভুজের শুটিং। এতে জুটি হিসেবে প্রথমবার পর্দায় দেখা যাবে ইমতিয়াজ বর্ষণ ও ফারিণ খানকে। 

ফারিন খান বলেন, ‘প্রথম শুনেই গল্পটি ভালো লেগেছে। ত্রিভুজ শব্দটি শুনলেই সবাই মনে করে ত্রিভুজ প্রেমের গল্প। কিন্তু এখানে প্রেমের সঙ্গে পরিবার আর সমাজের সুন্দর একটা মেলবন্ধন আছে। তিনটি জুটি কাজ করছে এতে। প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। আমার বিপরীতে আছেন ইমতিয়াজ বর্ষণ। এই প্রথম তাঁর সঙ্গে কাজ করছি। এছাড়া এটাই আমার প্রথম ওয়েব ফিল্ম।’

সিনেমার অন্য দুই জুটির চরিত্রে দেখা যাবে শাহরিয়ার নাজিম জয় ও আনিকা কবির শখ এবং সোহেল মণ্ডল ও মৌসুমী মৌকে। আইনজীবী চরিত্রে থাকছেন ঊর্মিলা শ্রাবন্তী কর। সাজু মুনতাসিরের প্রযোজনায় ১৯৫২ এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যানারে নির্মিত এই ওয়েব ফিল্মটি শিগগির দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here