প্রকাশিত হলো জনপ্রিয় নির্মাতা রায়হান রাফীর নতুন ওয়েব ফিল্ম ‘ফ্রাইডে’ এর ট্রেলার। সোমবার সন্ধ্যায় এটি অনলাইনে অবমুক্ত করা হয়, নির্মমতায় যা নির্মাতার ‘জানোয়ার’কেও ছাড়িয়ে গেছে! মাত্র আড়াই মিনিটের ট্রেলারেই যে নির্মাতা রাফী দেখিয়েছেন, তা দেখেই ‘ফ্রাইডে’কে ‘ভয়ংকর’ তকমা দিচ্ছেন নেটিজেনরা।
ট্রেলার রিলিজের সাথে নির্মাতা সতর্ক করেছেন, ‘ফিল্মটি সবার জন্য নয়!’ বলে। তাহলে কারা দেখবেন ‘ফ্রাইডে’? নির্মাতা লিখেছেন,“পর্দায় লোভ, কাম, হিংসা, নৃশংসতা, আতঙ্ক- সবকিছু একসঙ্গে দেখার প্রস্তুতি যদি আপনার থাকে, তাহলে ‘ফ্রাইডে’ দেখার জন্য আমন্ত্রণ আপনাকে।”