মোহাম্মদ নবীর সঙ্গে কেন বিবাদে জড়িয়েছিলেন রোহিত?

0

আফগানিস্তানের বিপক্ষে ভারতের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে নাটকীয়তার শেষ নেই! যদিও এই ম্যাচের সব আলো কেড়ে নিয়েছিলেন রোহিত শর্মা। ১২১ রানের দুর্দান্ত ইনিংসের পাশাপাশি সুপার ওভারেও দেখিয়েছেন নিজের কারিশমা। পাশাপাশি কখনো আম্পায়ার আবার কখনো প্রতিপক্ষের সঙ্গে কথার লড়াইয়ে নেমেছিলেন তিনি।

দুই সুপার ওভারের প্রথমটায় ঘটে ঘটনা। আফগানিস্তান দল প্রথমে ব্যাট করতে নামে। ওভারের শেষ বলে মোহাম্মদ নবীকে বল করেছিলেন মুকেশ কুমার। ব্যাটে-বলে ঠিকঠাক লাগাতে পারেননি নবী। কিন্তু, রান নেওয়ার জন্য দৌড়তে শুরু করেন। ইতিমধ্যে ভারতীয় উইকেটকিপার সঞ্জু স্যামসন নন স্ট্রাইকার এন্ডে থ্রো করেন। কিন্তু, বল নবীর পায়ে লেগে বাউন্ডারির দিকে চলে যায়।

এরপর অবশ্য নিজে ব্যাট করতে নেমেও বিতর্কিত কাণ্ড ঘটিয়েছিলেন এই ওপেনার। রোহিত শর্মা ওভারের তৃতীয় এবং চতুর্থ বলে পরপর জোড়া ছক্কা হাঁকান। ভারতীয় ক্রিকেট দল ৫ বলে ১৫ রান করেই ফেলেছিল। জয়ের জন্য ভারতের দরকার ছিল মাত্র ২ রান। কিন্তু, ঠিক সেইসময় রোহিত শর্মা নিজেকে রিটায়ার্ড হার্ট ঘোষণা করেন এবং মাঠ ছেড়ে বেরিয়ে যান। 

এটারই সুবিধা পরে পেয়েছিল ভারত। দ্বিতীয় সুপার ওভারেও নেমেছিলেন তিনি। যা নিয়েও চলেছে ব্যাপক বিতর্ক। যদিও নিজেকে রিটায়ার্ড নট আউট বলেননি রোহিত। যার ফলেই পেয়েছিলেন এমন সুবিধা।   

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here