হঠাৎ করেই ত্রুটি দেখা দেয়ায় দাভোস থেকে ওয়াশিংটন ফেরার পথে বিমান বদল করতে বাধ্য হয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। জানা যায়, তাকে বহনকারী বিমানে অক্সিজেন লিকেজ দেখা দিয়েছিল।
মোডিফাইড বোয়িং ৭৩৭ জেট বিমানে দাভোস সম্মেলন উপলক্ষে ভ্রমণ করেছিলেন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাট মিলাল জানিয়েছেন, বিমানটিতে কারিগরি ত্রুটি দেখা যায়।
সম্প্রতি বেশ বিপাকে আছে মার্কিন বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িং। গত ৫ জানুয়ারি আলাস্কায় বোয়িংয়ের তৈরি করা একটি বিমানের দরজা মাঝ আকাশেই খুলে পড়ে যায়। এই ঘটনায় কেউ হতাহত না হলেও বোয়িংয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
সূত্র: সিএনএন