ঘন কুয়াশার কারণে শাহজালাল বিমানবন্দরগামী আন্তর্জাতিক ৩টি ফ্লাইট ডায়ভার্ট হয়ে চট্টগ্রাম শাহ আমানত, কলকাতা ও মুম্বাই বিমানবন্দরে অবতরণ করেছে। এ কারণে ১২টি ফ্লাইটের শিডিউল বিপর্যয় হয়েছে। এছাড়া তিনটি আন্তর্জাতিক ফ্লাইট শাহজালাল বিমানবন্দর থেকে দেরিতে ছেড়েছে।
আন্তর্জাতিক ফ্লাইটরাডার পোর্টালের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রিয়াদ থেকে আসা সাউদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট দিবাগত রাত দুইটা ১০ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণের শিডিউল ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে পরে এটি অবতরণ করে ভারতের মুম্বাইয়ের মহারাজা বিমানবন্দরে।