রোজার মাসের জন্য নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানির এলসি (ঋণপত্র) খোলায় অগ্রাধিকার দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (১৭ জানুয়ারি) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এছাড়া অভ্যন্তরীণ বাজারে উল্লিখিত পণ্যসমূহের সরবরাহ নিশ্চিত করতে আমদানি ঋণপত্র খোলায় অগ্রাধিকার দেওয়ার জন্য পরামর্শ প্রদান করা হলো। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে।