বোয়ালমারীতে ২ মাদক ব্যবসায়ী আটক

0

বোয়ালমারীতে ২ মাদক ব্যবসায়ী আটক

ফরিদপুরের বোয়ালমারীতে ৭০ বোতল ফেনসিডিলসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার গুনবহা ইউনিয়নের চন্দনী গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলো চন্দনী গ্রামের মোশাররফ হোসেন (৪৫) ও তার স্ত্রী হেনা বেগম (৩৫)। এ ঘটনায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি শেখ সাদী। 

থানা সূত্রে জানা যায, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান, সহকারী উপপরিদর্শক এএসআই মনির হোসাইন ও শফি উদ্দিনের নেতৃত্বে বুধবার দুপুরে সঙ্গীয় ফোর্সসহ মোশাররফ হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। পেশাদার মাদক ব্যবসায়ী মোশাররফ হোসেনের রান্না ঘরে ফেনসিডিল গোনার সময় তাদেরকে আটক করে পুলিশ। এ সময় দম্পতির কাছ থেকে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here