ফিলিস্তিনের গাজাবাসী ও জিম্মিদের ত্রাণ সহায়তার বিষয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেছে হামাস ও ইসরায়েল। কাতারের মধ্যস্থতায় এই চুক্তিটি হয়।
বুধবার কাতারের এক মধ্যস্থতাকরীর বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।
অন্যদিকে হামাস ও ইসরায়েলের আলোচনার ধারাবাহিকতায় জিম্মিদের মুক্তির বিষয়টি নিশ্চিত হতে পারে বলে আশা ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। জিম্মিদের মুক্তির বিষয়ে কথা বলতে মার্কিন এক রাষ্ট্রদূত মধ্যপ্রাচ্যে রয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কিরবি।
এর আগে গাজায় ত্রাণ সহায়তা বিষয়ক চুক্তির ঘোষণা দেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় আগ্রাসী হামলা শুরু করে ইসরায়েল। গত তিন মাসে তেল আবিবের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা উপত্যকা। বাস্তচ্যুত হয়েছে প্রায় ২০ লাখ মানুষ। গাজার স্বাস্থ মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলের আকাশ ও স্থল হামলায় গত তিন মাসে প্রাণ হারিয়েছেন ২৪ হাজার ২৮৫ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন ৬১ হাজার ১৫৪ জন। হতাহতের ৭০ শতাংশই নারী ও শিশু। সূত্র: বিবিসি