অযোধ্যায় কেন জমি কিনলেন অমিতাভ?

0

কয়েক কোটি রুপি দিয়ে অযোধ্যার সরযূ নদীর তীরে জমি কিনেছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। সেখানে বিলাসবহুল বাংলো বানাবেন তিনি। 

অযোধ্যার সাত তারা প্রকল্প দ্য সরযূতে ১০ হাজার বর্গফুটের জমি কিনেছেন অমিতাভ। অভিজাত এই প্রকল্প নির্মাণ করছে মুম্বাইয়ের নির্মাণ সংস্থা দ্য হাউস অব অভিনন্দন লোধা।

হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, বলিউড শাহেনশা জানিয়েছেন, ‘অযোধ্যাতে দ্য হাউস অব অভিনন্দন লোধার সঙ্গে এই ভ্রমণ শুরু করতে পেরে আমি রীতিমতো উৎফুল্ল। অযোধ্যা এমন এক শহর, যা আমার হৃদয়ের এক বিশেষ স্থানে আছে। আমার সঙ্গে এই শহরের আধ্যাত্মিকতা আর আবেগের গভীর সংযোগ আছে। এখানে প্রাচীন ঐতিহ্য, সংস্কৃতি, আধ্যাত্মিকতা আর আধুনিকতা সব মিলেমিশে এক হয়ে গেছে। বিশ্বের এই আধ্যাত্মিক রাজধানীতে নিজের বাড়ি নির্মাণের জন্য আমি আশাবাদী।’ 

অমিতাভ প্রথম বলিউড তারকা, যিনি অযোধ্যাতে জমি কিনেছেন। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here