বুড়িমারী স্থলবন্দরে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয়পণ্য ও তিনটি ট্রাক আটক

0

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে দিয়ে অবৈধ পথে আসা পাথরভর্তি ট্রাকের ভেতর থেকে প্রায় সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি, থ্রি পিস, কেমিক্যাল দ্রব্য, চশমাসহ তিনটি ভারতীয় ট্রাক আটক করছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে রংপুর ৬১-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ এই তথ্য জানান। 

 তিনটি ট্রাক তল্লাশি করে অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ি, থ্রি পিস, চশমা এবং কেমিক্যাল দ্রব্যাদি পাওয়া যায়। জব্দকৃত মালামালের সিজার মূল্য ৩ কোটি ২৯ লাখ ৮৪ হাজার টাকা, যা পাটগ্রাম কাস্টমস-এ জমা করা হয়েছে।

রংপুর ৬১-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ বলেন, বুড়িমারী স্থলবন্দরে মালিকবিহীন ভারতীয় তিনটি ট্রাক আটক করে অবৈধ পথে আসা ভারতীয় শাড়ি, থ্রি পিস, চশমা এবং কেমিক্যাল দ্রব্যাদি আটক করা হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here