নেত্রকোনার দুর্গাপুরে পৃথক দুটি ধর্ষণের অভিযোগে দুই ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের দুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। আটককৃতরা দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মধুয়াকোনা গ্রামের হারুনুর রশিদ (২৫) ও গাঁওকান্দিয়া ইউনিয়নের ভাদুয়া গ্রামের আজিম উদ্দিন (৪৫)।
দুর্গাপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, বিয়ে করার কথা বলে গত বছরের ১৬ অক্টোবর দুর্গাপুর পৌর এলাকার একটি গেস্ট হাউসে নিয়ে ভিকটিম নারী (২৭) কে ধর্ষণ করে হারুনুর রশিদ (২৫)। এ ঘটনায় ১৯ অক্টোবর ভিকটিম নারী বাদি হয়ে অভিযুক্ত হারুনুর রশিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। ঘটনার পর থেকে পলাতক হারুনুরকে মঙ্গলবার সকালে মধুয়াকোনা তার নিজ এলাকা থেকেই তাকে আটক করে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) নুরুল আলম জানান, পৃথক দুইটি ধর্ষণ মামলার দুই আসামীকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। মামলা দুইটি তদন্তাধীন রয়েছে।