হুতিদের বিরুদ্ধে হামলা উত্তেজনা বাড়াবে : কাতার

0

কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সাম্প্রতিক হামলা গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে আঞ্চলিক বিভাজনকে আরও গভীর করবে।

মঙ্গলবার আল থানি বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা ‘সবাইকে প্রভাবিত করছে’ এবং জোর দিয়ে বলেন, নেতাদের প্রাথমিক ফোকাস হওয়া উচিত গাজায় যুদ্ধের অবসান ঘটানো। ৭ অক্টোবর থেকে ইসরায়েলের প্রাণঘাতী সামরিক আক্রমণের ফলে অঞ্চলটি ধ্বংস হয়ে গেছে এবং ২২ লাখেরও বেশি মানুষ দুর্ভিক্ষ, মারাত্মক রোগ এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির মুখোমুখি হয়েছে।

লোহিত সাগরে হামলার কারণে ইয়েমেনের হুতিদের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলার বিষয়ে জানতে চাইলে তিনি এ কথা বলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here