হজ ও ওমরাহ যাত্রীদের পরিবহনের জন্য উড়ন্ত ট্যাক্সি চালু করার পরিকল্পনা করছে সৌদি আরব। জেদ্দা-মক্কা রুটে কিং আব্দুলআজিজ বিমানবন্দর থেকে এই উড়ন্ত ট্যাক্সি সেবা দেওয়া হবে।
উড়ন্ত এই বাহন বিমানবন্দর থেকে যাত্রীদের মক্কার বিভিন্ন হোটেলে পৌঁছে দেবে।
গত বছর প্রায় বিশ লাখ মানুষ পবিত্র হজে অংশ নিয়েছেন। প্রতি বছর ওমরাহ’র জন্য সৌদি আরবে লাখ লাখ মানুষ যাতায়াত করে।
এই ট্যাক্সি সার্ভিসের জন্য ১০০ আকাশযান কিনতে চলেছে সৌদি কর্তৃপক্ষ। লিলিয়াম জেট নামের এই আকাশ বাহন জার্মানির তৈরি।