বিদায়ী জেলা প্রশাসককে সংবর্ধনা

0

মৌলভীবাজারের কুলাউড়ায় বিদায়ী জেলা প্রশাসক মীর নাহিদ আহসানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার বিকালে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শিমুল আলীর সঞ্চালনায় আলোচনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বক্তব্যে তিনি বলেন, মৌলভীবাজার জেলায় দায়িত্ব পালনকালে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা নিয়ে মিলেমিশে কাজ করেছি। এজন্য আপনাদের ভালোবাসা পেয়েছি যা আমার পরবর্তী জীবনে স্মরণীয় হয়ে থাকবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মছব্বির আলী, ইউপি চেয়ারম্যান জাফর আহমদ গিলমান, প্রভাষক মমদুদ হোসেন, আবদুর রব মাহবুব, মোছাদ্দিক আহমদ নোমান, ইউপি সচিব সুধাংশু মোহন বিশ্বাস, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আহসান উদ্দিন আহমদ, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই প্রমুখ। সভা শেষে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসককে ক্রেস্ট প্রদান করা হয়।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here