ইন্ডিয়া জোটে ফের ধাক্কা, লোকসভা নির্বাচনে একাই লড়বে বসপা

0

ভারতের বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোটে ফের বড় ধাক্কা! আসন্ন নির্বাচনে একলা চলো নীতি নিয়েছে জোটের অন্যতম শরিক দল বহুজন সমাজ পার্টি (বসপা)। দলের নেত্রী ও উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতী সোমবার ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন আসন্ন নির্বাচনে তারা একা লড়তে চান। 

নিজের জন্মদিন উপলক্ষে এক সংবাদ সম্মেলন করে মায়াবতী বলেন, ‘আমি পরিষ্কার করে জানিয়ে দিতে চাই যে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে আমাদের পার্টি একা লড়তে চায়। সমাজের অনগ্রসর শ্রেণী, দলিত, আদিবাসী, মুসলিম মানুষদের সমর্থনে ২০০৭ সালে আমরা একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে উত্তরপ্রদেশে সরকার গঠন করেছিলাম। আর সেদিকে লক্ষ্য রেখে আমরা আসন্ন নির্বাচনেও একা লড়ার সিদ্ধান্ত নিয়েছি। যারা বর্ণবাদী ও সাম্প্রদায়িকতায় বিশ্বাসী তাদের থেকে আমরা দূরত্ব বজায় রাখবো এবং আমরা কোন জোটের মধ্যে নেই।’ 

আসন্ন লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন ‘জাতীয় গণতান্ত্রিক জোট’ (এনডিএ) সরকারকে পরাস্ত করতে তৈরি হয়েছে বিরোধী দলের জোট ‘ইন্ডিয়া’। ২৮ দলের এই জোটে রয়েছে কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি, জনতা দল ইউনাইটেড, রাষ্ট্রীয় জনতা দল, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, আম আদমি পার্টি, ন্যাশনাল কনফারেন্স, সিপিআইএম, সিপিআই সহ বিরোধী দলগুলি। 

তিনদিন আগেই এই জোটের চেয়ারপার্সন মনোনীত করা হয়েছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে’কে। যদিও আসন ভাগাভাগি নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি তারা। এরই মধ্যে একলা চলো নীতি নিয়েছে জোটের অন্যতম শরিক দল বহুজন সমাজ পার্টি (বসপা)। নির্বাচনের আগে মায়াবতীর এই সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের কাছে নিঃসন্দেহে একটা বড় ঝটকা বলে মনে করছে রাজনৈতিক মহল। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here