পরকীয়া মানুষের জীবনকে ধ্বংস করে ফেলেছে: অনন্ত জলিল

0

ঢাকাই সিনেমার আলোচিত নায়ক অনন্ত জলিল। অভিনয় ক্যারিয়ারের শুরু থেকেই স্ত্রী বর্ষার সঙ্গে জুটি বেধে কাজ করছেন তিনি। শোবিজে সুখী দম্পতি হিসেবেও বেশ পরিচিতি রয়েছে তাদের। এবার পরকীয়া নিয়ে হুঁশিয়ারি দিলেন অনন্ত জলিল।

আগামী ১৯ জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘কাগজের বউ’। এই সিনেমায় চিত্রনায়িকা পরীমণির সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা ডি এ তায়েব। সিনেমাটি মুক্তি উপলক্ষে গত ১৩ জানুয়ারি সন্ধ্যায় এফডিসিতে প্রিমিয়ার শো-এর আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক অনন্ত জলিল। 

সিনেমার গল্প ফাঁস না করলেও কিছুটা ইঙ্গিত দিয়ে এই নায়ক বলেন, ‘গল্পটা যে লিখেছেন ভালো লিখেছেন। শেষে আবেগটা তুলে ধরেছেন। অভিনয়শিল্পীরাও কষ্ট করেছেন। তবে বাস্তবে আমি চাই, স্বামী স্ত্রীর দু’জন দু’জনের প্রতি ভালোবাসা থাকবে। পরকীয়া থাকবে না। কারণ এই পরকীয়া পৃথিবীকে ধ্বংস করে ফেলেছে। জনজীবনকে ধ্বংস করেছে। একজনের স্ত্রী আরেকজনের সঙ্গে প্রেম করে এটা মানুষের জীবনকে ধ্বংস করে ফেলেছে। কারণ এই ফেসবুক আসার পর তো প্রেমের আর শেষ নাই।’

অনন্ত বলেন, ‘ছবিটা আমার ভালো লেগেছে। কারণ ছবিতে একটি বার্তা ছিল। যে বার্তাগুলো ছিল সেগুলো সমাজের জন্য খুব দরকার। এই সিনেমার গল্প জীবনের সাথে অনেক মিল।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here